Site icon Jamuna Television

স্টার স্পোর্টসের বিজ্ঞাপনে বাংলাদেশ-পাকিস্তানকে অপমান

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। খেলার লড়াই মাঠের গণ্ডি পেড়িয়ে ছড়িয়ে পরে দুই দলের ভক্ত-সমর্থকদের মাঝেও। তাই বিশ্বকাপের শুরু থেকেই ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস ভক্তদের উত্তেজনা বৃদ্ধির জন্য নানা ধরনের বিজ্ঞাপন দিচ্ছে। বিজ্ঞাপনে পাকিস্তানকে অপমান করার পাশাপাশি বাংলাদেশকে অপমান করা হয়েছে।

বিজ্ঞাপনে ভারতকে সরাসরি পাকিস্তানের পিতা হিসেবে বলা হয়েছে। আর বাংলাদেশকেও পরোক্ষভাবে ভারতের ছেলে বলা হয়েছে। বিজ্ঞাপনের বাংলাদেশকে পাকিস্তানের ভাই হিসেবে দেখানো হয়।

সেখানে বাংলাদেশ পাকিস্তানকে বলছে, ভাই সপ্তমবারের মতো সুযোগ এসেছে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছো, শুভকামনা। তখন পাকিস্তান বাংলাদেশকে বলছে, চেষ্টা করা উচিত। চেষ্টা করলে জয় এক না এক সময় আসবেই, এমনটা বাবা বলতো। তখন পাশ থেকে ভারত বলে উঠে, চুপ পাগল; আমি এমন কথা কখন বলেছি?

প্রসঙ্গত ভারত পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপের খেলা হবে আগামী ১৬ জুন ম্যানচেস্টারে।

Exit mobile version