Site icon Jamuna Television

মালিতে জাতিগত সহিংসতায় নিহত ৯৫

মালিতে রোববার গভীর রাতে জাতিগত সহিংসতায় ফুলানি সম্প্রদায়ের চালানো হামলায় প্রাণ গেছে ডোগন গোষ্ঠীর অন্তত ৯৫ জনের। নিখোঁজ ১৯ জন।

সোমবার দেশটির সরকারের দেয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়, মোপতি অঞ্চলের একটি গ্রামে রাতভর হামলায় পুড়িয়ে দেয়া হয়েছে প্রায় সব বাড়িঘর। এমনকি গ্রামের পশুগুলোকেও হত্যা করা হয়েছে।এ ঘটনায় বেঁচে যাওয়াদের একজন জানান, শুরুতে পুরো গ্রাম ঘিরে ফেলে ফুলানিরা। কেউ পালানোর চেষ্টা করলেই তাকে মেরে ফেলা হয়। সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতা।

মালিতে জাতিগত সহিংসতার ইতিহাস বেশ পুরোনো। চলতি বছরই এই দুই গোষ্ঠীর পরস্পরের ওপর হামলায় প্রাণ গেছে কয়েকশ’ জনের। সর্বশেষ গত মার্চে ফুলানি গোষ্ঠীর ওপর ডোগনদের হামলায় প্রাণ যায় দেড়শ’ এর বেশি মানুষের।

Exit mobile version