Site icon Jamuna Television

ইয়াবার সঙ্গে জড়িত সন্দেহে খাগড়াছড়িতে এসআই ক্লোজড

?????????????????????????

ইয়াবা ব্যবসায়ের সঙ্গে জড়িত সন্দেহে খাগড়াছড়ি সদর সার্কেলের এসআই সাইদুর রহমানকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় জেলা শহরের মুসলিমপাড়া এলাকায় ৫০ পিস ইয়াবাসহ অর্জুন বসাক নামে এক যুবককে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ে জড়িত সন্দেহে পুলিশের সদর সার্কেলের এসআই সাইদুর রহমানকে ক্লোজড করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মুসলিমপাড়া এলাকার ভাড়া বাসায় থেকে ইয়াবা ব্যবসা করে আসছিলো অভিযুক্ত এসআই সাইদুর। এদিকে আটক যুবক অর্জুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Exit mobile version