Site icon Jamuna Television

আশুলিয়ায় দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে একজন নিহত

আশুলিয়ায় দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত ঐ ব্যক্তি ডাকাত দলের সদস্য।

গতরাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের মরাগাঙ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মরাগাঙ এলাকা থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পিস্তলসহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এদিকে, কুমিল্লার সদরের উত্তর বিজয়পুর এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে বাপ্পি ওরফে রাজিব নামে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের। ঘটনাস্থল থেকে দেশিয় অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

Exit mobile version