Site icon Jamuna Television

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে ক্যাম্পস ডি জর্ডাও এলাকায় রোববার রাতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে অন্তত ১৭ জন প্রাণ হারান।

বাসটিতে অন্তত ৪০ যাত্রী ছিল। বাসটি উল্টে গিয়ে কয়েকটি গাড়িকে সজোরে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থলটি সাওপাওলো থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত। খবর এএফপির।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ ঘটনায় একটি গাড়ি দুমড়ে-মুচড়ে গেছে। ব্রাজিলে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক সড়ক নিরাপত্তার ২০১৮ সালের প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় প্রায় ৪১ হাজার লোক প্রাণ হারিয়েছেন।

Exit mobile version