Site icon Jamuna Television

ইটভাটায় শ্রমিক নেতার লাশ উদ্ধার

রাজশাহী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও শ্রমিক দল নেতা নুরুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে পুঠিয়া উপজেলার একটি ইটভাটায় তার মরদেহ পাওয়া যায়।

নিহতের শরীরে বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্বজনরা জানায়, গত ২৪ মে শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অংশ নেন নুরুল ইসলাম। নির্বাচনে হেরে যাওয়ার পর পক্ষপাতিত্বের অভিযোগে আদালতের দারস্থ হন তিনি। পরে আদালত নির্বাচিত কমিটির কার্যক্রম স্থগিত করেন। নুরুল ইসলাম আদালতের আদেশের কাগজপত্র নিয়ে গতকাল সন্ধ্যায় ইউনিয়ন কার্যালয়ে যান। এরপর থেকে তার খোঁজ মিলছিলো না। হত্যাকাণ্ডের প্রতিবাদে সকালে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।

Exit mobile version