Site icon Jamuna Television

চোট পেয়ে ম্যাচ থেকে ছিটকে গেলেন মার্কাস স্টয়নিস!

এবারের বিশ্বকাপের আসরে প্রথম থেকেই নিত্যসঙ্গী বৃষ্টি। সেই সাথে যোগ হয়েছে একের পর এক খেলোয়াড়ের চোট। সম্প্রতি সেই চোটের শিকার হয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

পেশীতে টান লেগেছে স্টয়নিসের। এর ফলে আগামীকাল (১২ জুন) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না তার। তবে ঠিক কবে নাগাদ ফিট হবেন সে বিষয়ে জানা যাচ্ছে না এখনও।

এদিকে টিম অস্ট্রেলিয়া স্টয়নিসের ব্যাকআপ হিসেবে দেশ থেকে উড়িয়ে আনছে আরেক অলরাউন্ডার মিচেল মার্শকে।

এখন পর্যন্ত বিশ্বকাপ খুব বেশি ভালো যায়নি স্টয়নিসের। আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেট পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো উইকেট পাননি। ১৯ রান করেই আউট হয়ে গেছেন। ভারতের বিপক্ষে ২ উইকেট পেলেও দিয়েছেন ৬২ রান। আর আউট হয়ে গেছেন কোন রান না করেই।

Exit mobile version