Site icon Jamuna Television

টুইটারে রোহিতকে আবেগঘন জবাব যুবরাজের

সদ্য ঘটা করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন যুবরাজ সিং। এর আগে ভারতকে অনেক কিছু এনে দিয়েছেন তিনি। টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপসহ টিম ইন্ডিয়ার তিনটি বৈশ্বিক শিরোপা জয়ে তার রয়েছে অসামান্য অবদান। তাই কিংবদন্তিতুল্য ক্রিকেটারের বিদায়টা আরও সুখকর হতে পারত। ম্যাচ খেলে অবসরে যেতে পারতেন তিনি।

তবে সেই সৌভাগ্য হয়নি যুবরাজের। সেই সুযোগটা করে দেয়নি টিম ইন্ডিয়া। এজন্য পরোক্ষভাবে আক্ষেপে পুড়ছেন বর্তমান ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা। সোশ্যাল মিডিয়া টুইটারে এর বহিঃপ্রকাশও ঘটিয়েছেন তিনি। লিখেছেন, ভালোবাসি বড়দা! তোমার বিদায়টা আরও ভালো হতে পারত।

স্পষ্টতই রোহিত ইঙ্গিত করেছেন ম্যাচ না খেলে যুবরাজের অবসর নেয়ার বিষয়টিকে। সাবেক সতীর্থের টুইটের প্রত্যুত্তরে যুবরাজ লেখেন, তুমি জানো আমি ভেতরে কেমন অনুভব করছি! ভালোবাসি ছোটদা,তুমি একজন কিংবদন্তি হতে চলেছ।

ম্যাচ খেলে বিদায় নেয়ার সুযোগ হয়নি ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের মতো খ্যাতনামা তারকাদেরও। অবশ্য এ নিয়ে আক্ষেপ নেই যুবরাজের।

Exit mobile version