Site icon Jamuna Television

ইরাক থেকে সেনা প্রত্যাহার করবে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত ইরাক থেকে তার দেশ ২০২০ সালের মধ্যে সেনা প্রত্যাহার করবে।

তিনি বলেন, তাজিতে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ান সৈন্যরা শুধু প্রশিক্ষণ প্রদানের জন্যই কঠোর পরিশ্রম করেছে না, তারা এটি নিশ্চিত করতে চাইছে যে আগামীতে তাজিতে প্রশিক্ষণের দায়িত্ব পালনের মতো যথোপযুক্ত প্রশিক্ষক ইরাকি নিরাপত্তা বাহিনীর মধ্যেই তৈরি হবে।

সোমবার (১০ জুন) এক সংবাদ সম্মেলনে জাসিন্দা আরডার্ন এসব কথা বলেন।

২০১৫ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন অপারেশন ইনহারেন্ট রিজলভের অংশ হিসেবে নিউজিল্যান্ডের সৈন্যরা ইরাকি সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। ইরাকের ক্যাম্প তাজিতে নিযুক্ত নিউজিল্যান্ডের ৯৫ জন সেনা ২০১৮ সালের নভেম্বরে দেশে ফিরে আসার কথা ছিল।

তবে শেষ সময়ে তাদের মেয়াদ বাড়ানো হয়েছিল।

এই প্রকল্পের অধীনে ৪২ হাজার ইরাকি সেনা প্রশিক্ষিত হয়েছে বলে জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

জাসিন্দা জানান, ২০২০ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের ৪৫ জন সৈন্যকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি শুরু হবে এবং ২০২০ সালের জুনের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নেয়া হবে।

Exit mobile version