Site icon Jamuna Television

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ঢাকা-নেইপিদো চুক্তির সিদ্ধান্ত

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ঢাকা-নেইপিদোর মধ্যে চুক্তি সইয়ের সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার মিয়ানমারে অনুষ্ঠিত দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের পর একথা জানানো হয়।

আগামীকাল বৃহস্পতিবারের বৈঠকে এই বিষয়ে চুড়ান্ত ফলাফল আসবে আশা করছে বাংলাদেশ। বৈঠকে দু’দেশের শীর্ষ কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

এশীয়ও ও ইউরোপীয় দেশগুলোর জোট আসেমের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে রোববার মিয়ানমার যান এ এইচ মাহমুদ আলী। সংকট সমাধানে গেল দু’দিনে বৈঠক করেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সমর্থনের ঘোষণাও দেন তারা।

মিয়ানমারের রাখাইনে দমন-পীড়নের শিকার হয়ে ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৬ লাখের বেশি রোহিঙ্গা।

Exit mobile version