Site icon Jamuna Television

তদন্তে ঘুষ লেনদেনের ঘটনায় টিআইবি’র উদ্বেগ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কর্মকর্তা পরিচালক খন্দকার এনামুল বশিরের দুর্নীতির দায় দুদক এড়াতে পারে না বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পাশাপাশি সাবেক ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্তে ঘুষ লেনদেনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার রাজধানীতে সংবাদ সম্মেলনে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ঘুষ লেনদেনে অভিযুক্ত দু’পক্ষের বিরুদ্ধেই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বলেন, ‘ব্যক্তির দায় প্রতিষ্ঠান নেবে না’ দুদকের এমন অবস্থান তাদের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, দুদক নিজেকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে না পারলে, তাদের কার্যক্রমের ওপর জনগণ আস্থা হারাবে।

Exit mobile version