Site icon Jamuna Television

অপরাধী প্রত্যর্পণ বিল নিয়ে আবারও উত্তাল হংকং

বিতর্কিত ‘অপরাধী প্রত্যর্পণ বিল’ বাতিলের দাবিতে আবারও উত্তাল হংকং।

বহি:সমর্পণ আইনের বিরুদ্ধে বুধবার (১২ জুন) ভোর থেকেই অবস্থান কর্মসূচি শুরু করেন বিক্ষোভকারীরা।

বুধবার (১২ জুন) দেশটির আইন পরিষদে বিলের ওপর দ্বিতীয় দফা আলোচনার কথা রয়েছে। এর প্রতিবাদে আইন পরিষদ কার্যালয় অবরোধ করেন বিক্ষোভকারীরা।

আন্দোলনকারীদের কর্মসূচি প্রত্যাহার করে সরে যাওয়ার হুঁশিয়ারী জানিয়েছে হংকং কর্তৃপক্ষ।

খসড়া বহি:সমর্পন বিলটি পাস হলে ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তদের বিচারের জন্য পাঠানো যাবে চীন, তাইওয়ান ও ম্যাকাওয়ে। বিক্ষোভকারীদের দাবি, হংকং-এর স্বাধীনতা আন্দোলন বিঘ্নিত হবে এ আইনের ফলে।

Exit mobile version