Site icon Jamuna Television

শান্তি ও অগ্রগতির প্রতিশ্রুতি জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্টের

দু’সপ্তাহ পর দেশে ফিরে শান্তি প্রতিষ্ঠা আর অর্থনৈতিক অগ্রগতির জন্য কাজ করার প্রতিশ্রুতি দিলেন জিম্বাবুয়ের অন্তর্বর্তী প্রেসিডেন্ট এমারসন নানগাগুয়া। গণতন্ত্রকে ফিরিয়ে আনার প্রক্রিয়ার প্রশংসাও করেন তিনি।

রাজধানী হারারে’র সমাবেশে যোগ দিয়ে নানগাগুয়া বলেন, শিগগিরই নতুন কর্মসংস্থান তৈরিতে কাজ শুরু করবে তার সরকার। পরিসংখ্যান অনুযায়ী দেশটির ৯০ শতাংশ মানুষই বেকার। চলতি মাসের শুরুতে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট রবার্ট মুগাবে, তৎকালীন ভাইস প্রেসিডেন্ট নানগাগুয়াকে বরখাস্ত করার পর তিনি দক্ষিণ আফ্রিকায় পালিয়ে যান। সেনাদের চাপ ও নিজের দলের বিরোধীতায় মুগাবে পদত্যাগে বাধ্য হলে অন্তবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পান নানগাগুয়া। শুক্রবার শপথ নেবেন তিনি।

Exit mobile version