Site icon Jamuna Television

জালিয়াতি করায় চট্টগ্রাম বন্দরে প্রাণ গ্রুপের ৩০টি কন্টেইনার জব্দ

জালিয়াতি করে পণ্য আমদানি করায়, চট্টগ্রাম বন্দরে প্রাণ গ্রুপের ৩০টি কন্টেইনার জব্দ করেছে, কাস্টমস কর্তৃপক্ষ। প্লাস্টিক দানা ঘোষণা দিয়ে, দুবাই থেকে উন্নতমানের সিমেন্ট নিয়ে আসে প্রাণ-আরএফএল গ্রুপ। এর মাধ্যমে ৩ কোটি টাকার বেশি শুল্ক ফাঁকি দেয়ায়, প্রাণ এর বিরুদ্ধে চট্টগ্রাম কাস্টমসে মামলা দায়ের করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে মানি লন্ডারিং বা টাকা পাচারের বিষয়টি ।

এতে প্রায় তিন কোটি টাকা শুল্ক ফাঁকি দেয়ার চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি। গতকাল চট্টগ্রাম বন্দরে এসব কন্টেইনারের কায়িক পরীক্ষা করা হয়। কাস্টমস কর্মকর্তারা জানান, দুবাই থেকে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের ৫১০ টন, প্লাস্টিক দানা আনার ঘোষণা দেয়, প্রাণ ডেইরি লিমিটেড। গেলো ২৬ মে চালানটি চট্টগ্রাম বন্দরে আসে। ৬ জুন রাতে ঈদের ছুটিতে চালানটি খালাসের চেষ্টা করা হয়। কিন্তু কন্টেইনার খুলে সিমেন্ট পাওয়া গেলে, সেটি সিল করে দেয় কাস্টমস কর্মকর্তারা। পরে ৩০টি কন্টেইনারে, ১০ হাজার ২৫০ বস্তা সিমেন্ট পাওয়া যায়। প্লাস্টিক দানার শুল্ক ৩২ শতাংশ। আর সিমেন্টের শুল্ক ৯১ শতাংশ।

Exit mobile version