Site icon Jamuna Television

মিয়ানমার রোহিঙ্গা ইস্যুতে বার বার ভুল তথ্য দিচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের মিথ্যাচার ও অপপ্রচারে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক থাকার আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন দেশের কূটনৈতিকদের বৈঠকে শেষে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, রোহিঙ্গারা ফেরত না গেলে ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়তে পারে। এখন পর্যন্ত একজন রোহিঙ্গা ফেরত যায়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরিয়ে নেয়ার বিষয়ে মিয়ানমারের মিত্রদের সাথে আলোচনা চলছে।

মন্ত্রী বলেন, মিয়ানমার রোহিঙ্গা ইস্যুতে বার বার ভুল তথ্য দিচ্ছে। আগামী মাসে চীন সফরে রোহিঙ্গা সংকটের বিস্তারিত তুলে ধরবেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকরাও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার কথা জানান।

Exit mobile version