Site icon Jamuna Television

আজও কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে যাত্রীদের ভিড়

স্টাফ রিপোর্টার, মাদারীপুরঃ
বুধবার বেলা বাড়ার সাথে সাথে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট হয়ে ঢাকাসহ কর্মস্থলমুখো যাত্রীদের ভিড় বেড়েছে। লঞ্চ ও স্পিডবোটে রাজধানী ঢাকাগামী যাত্রীদের ভিড় বেশি। তবে ফেরিতে যানবাহন ও যাত্রীদের চাপ সহনীয়। লঞ্চ ঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।

আজ লঞ্চগুলো ধারনক্ষমতার বেশি লোডমার্ক মেনে চলছে। খালি লঞ্চ-স্পীডবোট এনে পরিস্থিতি সামাল দেয়া হচ্ছে। তবে আগের মতোই দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে আসা যাত্রীরা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন।

বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, বুধবার বেলা বাড়ার সাথে সাথে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে কর্মস্থলমুখো যাত্রীদের ভিড় পড়ে। যাত্রী নিয়ন্ত্রণে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। ঘাটে বিআইডব্লিউটিএর একটি টিম অবস্থান করছে।

এদিকে লঞ্চগুলোতে ৩৩ টাকার ভাড়া ৩৫ টাকা , স্পীডবোটে ১শ ৩০ টাকার ভাড়া ২শ টাকা করে আদায় করা হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেন।

Exit mobile version