Site icon Jamuna Television

ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় ২২১ জন নিহত

ঈদ যাত্রায় ১৮৫টি সড়ক দুর্ঘটনায় ২২১ জন নিহত হওয়ার তথ্য উঠে এসেছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের প্রতিবেদনে। দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনের সাধারণ সম্পাদক সামসুদ্দিন চৌধুরী।

জানান, ৩০ মে থেকে ১০ জুন পর্যন্ত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পত্রিকার থেকে এ তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৫২ জন।

দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত যাত্রী চাপ, চালকদের প্রতিযোগিতামূলক মনোভাব, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, মহাসড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন-করিমন, মোটরসাইকেল অবাধে চলাচল, বিপজ্জনক ওভারটেকিং ও যাত্রীদের আইন না মানার প্রবণতার বিষয়গুলো তুলো ধরা হয়। পাশাপাশি দুর্ঘটনা রোধে গতি নিয়ন্ত্রণ, সড়ক বাঁক সোজা করা, যানবাহনের ফিটনেস পদ্ধতি ডিজিটাল করা, মহাসড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন-করিমন বন্ধ করা ও যাত্রী সচেতনতা বৃদ্ধিসহ ৯ দফা সুপারিশ পেশ করা হয়।

Exit mobile version