প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুসহ পরিচালনা পর্ষদের ১১ জনকে জিজ্ঞাসাবাদ করতে নোটিশ দিয়েছে দুর্নীত দমন কমিশন। এদের মধ্যে বাচ্চুকে সবার শেষে ৪ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করা হবে। আজ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুজনকে।
২০১২-১৩ সালে আর্থিক খাতে সবচেয়ে বড় কেলেঙ্কারি ঘটে বেসিক ব্যাংকে। আবদুল হাই বাচ্চুর নেতৃত্বাধীন ব্যাংকটির তৎকালীন পরিচালনা পর্ষদ কোনো কিছুর তোয়াক্কা না করেই বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণ দেয়। ২০১৫ সালের সেপ্টেম্বরে ১২০ জনের বিরুদ্ধে ৫৬টি মামলা দায়ের করে দুদক। ব্যাংক কর্মকর্তা ও বিভিন্ন নামি-বেনামি প্রতিষ্ঠানের মালিককে আসামি করা হলেও অনেকটা দায়মুক্তি পান সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুসহ গোটা পরিচালনা পর্ষদ। বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন উচ্চ আদালত। সংসদে অর্থমন্ত্রীর অসহায়ত্ব প্রকাশ নিয়েও সমালোচনা হয়। প্রশ্নবিদ্ধ হয় দুদকের ভূমিকাও। এরপর তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়। এমন অবস্থায় ঘটনার ৪ বছর পর সাবেক পরিচালনা পর্ষদকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিলো দুদক।

