Site icon Jamuna Television

নিয়োগে অনিয়ম: বিক্ষোভকারী চিকিৎসকদের বিরুদ্ধে মামলা, ফুটেজ দেখে গ্রেফতারের চেষ্টা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসে ভাঙচুরের ঘটনায় নাশকতা মামলা করেছে কর্তৃপক্ষ। গত রাতে বিএসএমএমইউর প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ শাহবাগ থানায় মামলাটি করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলায় ৪০ থেকে ৫০ জন আন্দোলনকারীকে আসামি করা হয়েছে। যারা পরীক্ষায় অকৃতকার্য হয়ে পরীক্ষা বাতিল চেয়েছে তারাই ভাঙচুর চালিয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ওসি জানান, ভিডিও ফুটেজ দেখে ভাঙচুরকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিয়োগপ্রার্থী ও শিক্ষকদের বিক্ষোভের মুখে গতকাল চিকিৎসক নিয়োগ স্থগিত করা হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা ভিসির সাথে সাক্ষাৎ করতে গেলে পুলিশ বাঁধা দেয়। এসময় বিক্ষোভরত চিকিৎসকদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে।

Exit mobile version