Site icon Jamuna Television

ওসি মোয়াজ্জেমের পলায়ন ঠেকাতে সীমান্তে সতর্কতা জারি

নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি ওসি মোয়াজ্জেম হোসেন যেন সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য স্থল বন্দরগুলোয় সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন।

হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, এ সংক্রান্ত নির্দেশনা হিলিসহ দেশের সবক’টি স্থলবন্দর ও ইমিগ্রেশনে পৌঁছানো হয়েছে। সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য তালিকাভুক্ত ব্যক্তিরা যাতে এই ইমিগ্রেশন ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য সব ধরনের পাসপোর্ট যাত্রীদের ছবি ও তথ্য ওয়ান্টেডভুক্ত তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এরপর নাম-পরিচয় নিশ্চিত হওয়ার পরেই পাসপোর্ট যাত্রীদের দু দেশের মধ্যে আসা-যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।

Exit mobile version