Site icon Jamuna Television

রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারকে রোহিঙ্গাদের অবশ্যই নিজ দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে। রোহিঙ্গা সংকটে সারা বিশ্ব বাংলাদেশের পাশে আছে।

সকালে, সাভার সেনানিবাসে কোর অব মিলিটারি পুলিশ সেন্টার ও কলেজের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। তাদের দ্রুত প্রত্যাবসনে মিয়ানমারের প্রতি আবারো আহবান জানান প্রধানমন্ত্রী। দেশ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সার্বিক অগ্রগতির সূচকে সারা বিশ্বের পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ অবস্থান করছে।

Exit mobile version