Site icon Jamuna Television

যে কোনো সময় গ্রেফতার হতে পারেন ওসি মোয়াজ্জেম: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর মামলার আসামি সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন দেশেই আছে। ওসির বাইরে যাওয়ার সব পথ বন্ধ করে দেয়া হয়েছে। যে কোনো মুহূর্তে তাকে গ্রেফতার করা হবে।

বুধবার রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে আয়োজিত কারা অধিদফতরের উদ্ভাবনী মেলা ও শোকেসিং ২০১৯ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওসি মোয়াজ্জেমকে ধরা যাচ্ছে না – বিষয়টি ঠিক না। তার (ওসি) বাইরে যাওয়ার সব পথ বন্ধ করে দেয়া হয়েছে। মোয়াজ্জেম দেশেই আছে। তাকে যে কোনো সময় গ্রেফতার করা হবে।’

ডিআইজি মিজানুর রহমানের প্রসঙ্গে তিনি বলেন, ‘ডিআইজি মিজান ঘুষ দিয়েছেন, নিশ্চয়ই তার দুর্বলতা আছে। তা না হলে তিনি কেন ঘুষ দেবেন। ঘুষ দেওয়া-নেওয়া দুটোই অপরাধ। মিজানের বিরুদ্ধে আগের অভিযোগের তদন্ত চলছে। এর মধ্যে আবার ঘুষ কেলেঙ্কারি। এ কেলেঙ্কারি যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Exit mobile version