Site icon Jamuna Television

অবৈধ্যভাবে ট্রেন যাত্রীদের কাছ থেকে টাকা আদায়, পুলিশ সদস্য প্রত্যাহার

রাজবাড়ী প্রতিনিধি:

অবৈধ্যভাবে ট্রেন যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করার অভিযোগে রাজবাড়ীতে আশাতুর রহমান নামে রেলওয়ে পুলিশের এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে।

গত ৯ জুন রাজবাড়ীর পাংশা রেলষ্টেশন থেকে জেলার কালুখালী রেলে ষ্টেশনের উদ্দেশ্যে ছাড়ে মধুমতি এক্সপ্রেস ট্রেন। সেসময় ওই ট্রেনে অবস্থান করছিলেন রাজবাড়ী রেলওয়ে পুলিশের এএসআই আশাতুর রহমান। তিনি ওই সময় অবৈধ্যভাবে ট্রেন যাত্রীদের কাছ থেকে টাকা উত্তোলন করেন। পরবর্তীতে ট্রেনটি কালুখালী রেলষ্টেশনে পৌছলে যাত্রীদের সাথে ওই পুলিশ কর্মকর্তার বাকবিতন্ডা হয়। সে সময় যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি আকবর হোসেন জানান, কর্তব্যে গাফলতি এবং অনিয়মের অভিযোগে মঙ্গলবার সকালে এএসআই আশাতুর রহমানকে পাকশি পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

Exit mobile version