Site icon Jamuna Television

ক্যামেরুনে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলা, নিহত ৩৭

ক্যামেরুনের লেক শাদ দ্বীপে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলায় প্রাণ গেছে ২১ সেনাসহ অন্তত ৩৭ জনের। সেনাবাহিনীর পাল্টা অভিযানে নিহত হয়েছে ৮৪ জঙ্গি।

বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এ তথ্য। এ ঘটনায় জীবিত আটক করা হয়েছে ৪০ জঙ্গিকে।

বলা হয়, লেক শাদের নিকটবর্তী সামরিক ঘাঁটি দারাকে হয় এ হামলা। ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত বোকো হারামের তিন শতাধিক সন্ত্রাসী ঘিরে ফেলে ঘাঁটিটি।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ইসলামিক শাসন কায়েমের দাবিতে দীর্ঘদিন ধরে সশস্ত্র সংঘাত চালিয়ে আসছে বোকো হারাম। বেশ কয়েকবার বড় ধরনের হামলা চালিয়েছে প্রতিবেশি দেশগুলোতেও।

Exit mobile version