Site icon Jamuna Television

শীর্ষে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি নিউজিল্যান্ড ও ভারত

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে দুই জায়ান্ট নিউজিল্যান্ড ও ভারত। লড়াইটা হতে পারে ভারতে ব্যাটিং আর নিউজিল্যান্ডের পেসারদের। নটিংহ্যামের টেন্ট ব্রিজে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।

টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত আছে মাত্র দুটি দল। সেই দুই দল ভারত ও নিউজিল্যান্ডের লড়াই আজ।

দ্রুতই টপ অর্ডারকে সাজঘরে পাঠিয়ে ভারতে বধের পরিকল্পনা করছে নিউজিল্যান্ড। অন্যদিকে শেখর ধাওয়ান না থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ছিনিয়ে নিতে প্রস্তুতি কোহলি, রোহিত, ধোনিরা।

ব্লাকক্যাপতের বিপক্ষে ভারতের সবচেয়ে সফল ব্যাটসম্যান অধিনায়ক কোহলি। অন্যদিকে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন সেরা বর্তমান কিউই দলের ব্যাটসম্যানদের মধ্যে।

এদিকে আবহাওয়া রিপোর্ট বলছে এই ম্যাচেও বাধা হতে পারে বৃষ্টি।

Exit mobile version