Site icon Jamuna Television

রিয়াল মাদ্রিদের ডেরায় এবার ফেরল্যান্ড মেন্ডি

স্ট্রাইকার লুকা জোভিকে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেয়ার কয়েক ঘন্টার মধ্যেই ফ্রান্সের ফুলব্যাক ফেরল্যান্ড মেন্ডিকে ডেরায় ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ।

বুধবার (১২ জুন) বিকেলে সান্তিয়াগো বার্নাব্যুতে হাজার হাজার মাদ্রিদ সমর্থকদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয় দলের নতুন সার্বিয়ান স্ট্রাইকার লুকা জোভিকে।

কিন্তু এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফ্রান্সের ক্লাব লিঁও থেকে লেরল্যান্ড মেন্ডিকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিল গ্যাকটিকোরা। নতুন করে দল গোছানোর মিশনে ৪৮ মিনিয়ন ইউরোর বিনিময়ে এই ফ্রান্সের ফুটবলারকে দলে ভিড়িয়েছে গ্যালাকটিকোরা।

সবমিলিয়ে পাঁচ ফুটবলারকে দলে ভেড়াতে প্রায় ৩৫০ মিলিয়ন ইউরো খরচ করলো রিয়াল মাদ্রিদ।

Exit mobile version