Site icon Jamuna Television

সিলেটে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কুপিয়ে হত্যা

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সিলেটে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত দুদু খান স্বেচ্ছসেবক লীগের কর্মী।

স্থানীয়রা জানায়, গতকাল রাতে শহরের বনকলাপাড়ায় ডাকাত হামলার ঘোষণা দেয়া হয় মসজিদের মাইকে। এ সময় স্থানীয় পঞ্চয়েত কমিটির নির্দেশে দুদু খানের ওপর হামলা চালায় কয়েকজন যুবক।

পুলিশের দাবি, দুপক্ষের সংঘর্ষের সময় দুদু খান নিহত হয়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ধর্ষনের একাধিক মামলা রয়েছে।

কারা এ হত্যাকাণ্ডে জড়িত সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। কোন বাড়িতে ডাকাত হামলা করেছিল সে বাড়িও খুঁজে পাওয়া যায়নি।

Exit mobile version