Site icon Jamuna Television

ব্যবহারিক পরীক্ষায় নাম্বার না দেয়ায় ১৭ শিক্ষার্থী ফেল

নাটোরের গুরুদাসপুরের কারিগরি বোর্ডের ভোকেশনাল শাখায় ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় ব্যবহারিকে নাম্বার না দেওয়ায় ১৭ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

এজন্য প্রধান শিক্ষকের পদত্যাগ ও সংশ্লিদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন পুরুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (১৩ জুন) সকালে উপজেলার পুরুলিয়া আদর্শ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পরীক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক জারজিস ইসলাম ও সহকারী শিক্ষক নুর আলম ব্যবহারিক পরীক্ষায় তাদের কাছে অতিরিক্ত টাকা দাবী করেন। এছাড়া তাদের কাছে প্রাইভেট না পড়ার কারণে ইচ্ছা করেই ব্যবহারিক নম্বর বোর্ডে পাঠাননি তারা । ফলে তারা লিখিত সকল বিষয়ে পাশ করলেও ব্যবহারিক পরীক্ষায় সবাই ফেল করেছে।

তাঁরা ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট শিক্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

এ ঘটনার পর প্রধান শিক্ষক বারবার রেজাল্ট আসার আশ্বাস দিলেও ভর্তির সময় অতিক্রান্ত হতে চললেও এখনো রেজাল্ট না পেয়ে হতাশ শিক্ষার্থীরা। তাই এ ব্যাপারে শিক্ষামন্ত্রীসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

Exit mobile version