Site icon Jamuna Television

বরগুনায় মেয়েকে আগুনে পুড়িয়ে বাবার আত্মহত্যা

বরগুনায় মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যার আত্মহত্যা করেছে সৎ বাবা।

পুলিশ জানায়, পাথরঘাটায় উপজেলার রুহিতা গ্রামে গতকাল গভীর রাতে শাজেনূরের ঘরে আগুন দেয় তার সাবেক স্বামী বেল্লাল হোসেন। এতে অগ্নিদগ্ধ হন শাজেনূর বেগম ও মেয়ে সখিনা আক্তার। ঘটনাস্থলেই সখিনা মারা যায়। পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বেল্লাল হোসেন। গুরুতর দগ্ধ শাজেনূরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শাজেনূর ও বেলাল দুজনই দ্বিতীয় পক্ষে বিয়ে করেন। সম্প্রতি তাদের তালাক কার্যকর হয়। সখিনা শাজেনূরের প্রথম পক্ষের মেয়ে। কী কারণে এই হত্যাকাণ্ড তা স্পষ্ট করে কিছু জানাতে পারেনি পুলিশ।

Exit mobile version