Site icon Jamuna Television

আদালতে যাওয়ায় পথে স্বাক্ষীকে কুপিয়ে হত্যা

নাটোরে হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিতে যাওয়ায় পথে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে গুরুদাসপুর উপজেলার যোগিন্দ্র নগর বাজারের কাছে এই ঘটনা ঘটে।

স্বজনরা জানায়, ২০১৩ সালে যোগিন্দ্র নগর গ্রামের সফুরা খাতুনকে হত্যা করে সন্ত্রাসীরা। এই মামলার স্বাক্ষী জালাল উদ্দিন আদালতে সাক্ষ্য দিতে সকালে বাড়ি থেকে বের হন। যোগিন্দ্র নগর বাজারের কাছে পৌঁছালে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলে তার ডান হাত। কেটে দেয়া হয় পায়ের রগ। গুরুতর আহতবস্থায় প্রথমে জালালকে নেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় রাজশাহী মেডিকেলে। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

Exit mobile version