Site icon Jamuna Television

বিএসএমএমইউ’র মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষা স্থগিত হচ্ছে না

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষা স্থগিত হচ্ছে না বলে জানিয়েছেন উপাচার্য কনক কান্তি বড়ুয়া।

দুপুরে বিএসএমএমইউতে সিন্ডিকেট সভাশেষে সাংবাদিকদের এ কথা জানান উপাচার্য। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। এবং দ্রুত চলমান চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানান উপাচার্য।

আন্দোলনের নামে যারা বিশ্ববিদ্যালয়কে উদ্ভূত পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্তা নেয়া হবে বলেও জানান উপাচার্য।

এরআগে চিকিৎসকদের একটি অংশ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে পরীক্ষা বাতিল ও নিয়োগ প্রক্রিয়া স্থগিতে আন্দোলন শুরু করেন। চিকিৎসকদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিকিৎসক নিয়োগ পরীক্ষা স্থগিত করেছিল।

Exit mobile version