Site icon Jamuna Television

উত্তর-পঞ্চিমাঞ্চলে গ্যাস থাকবে না ২৪ ঘণ্টা

কারিগরি কার্যক্রমের জন্য বগুড়াসহ পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ থাকার নোটিশ পেয়ে গ্যাস সরবরাহের ওপর নির্ভরশীল জনগণ বিপাকে পড়েছেন।

বিশেষ করে হোটেল-রেস্তোরাঁ ও কল-কারখানায় কাজে বিঘ্ন ঘটবে। জনগণ রান্নার জন্য প্রতিবেশী এলপি গ্যাস ব্যবহারকারীদের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী অনুপ কুমার এক বিজ্ঞপ্তিতে জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সায়দাবাদস্থ ভাল্ব স্টেশনে ৩০ ইঞ্চি ব্যাসের লাইনের টাইইনসহ অন্যান্য কারিগরি কার্যক্রম চলবে।

এ জন্য বৃহস্পতিবার রাত ১২টা থেকে ১৪ জুন শুক্রবার রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় পিজিসিএল কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।

Exit mobile version