Site icon Jamuna Television

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার সমঝোতা স্মারক স্বাক্ষর

রোহিঙ্গা প্রত্যাবাসনে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ-মিয়ানমার। আজ বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী নেইপিদোতে অং সান সু চি’র সাথে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা কার্যালয়ের মন্ত্রী কিয়াউ তিন্ত সোয়ে স্মারকে সই করেন।

আগামী দু’মাসের মধ্যে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর আশা করা হচ্ছে। তবে, কবে নাগাদ রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শেষ হবে তার কোনো উল্লেখ নেই সমঝোতা স্মারকে।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী গণমাধ্যমকে জানান, বাংলাদেশের অনেক শর্ত ছিলো, যার অনেক কিছুই পূরণ হয়নি। তবে সব শর্ত পূরণের আশা করলে কোন সমঝোতাই সম্ভব হয়না।

বিস্তারিত আসছে…

 

Exit mobile version