Site icon Jamuna Television

বোনাস শেয়ার দিলেই ১৫ শতাংশ কর

প্রথম বারের মতো স্টক ডিভিডেন্ট বা বোনাস শেয়ার লভ্যাংশ দিলেই ১৫ শতাংশ কর গুণতে হবে। পুজিবাজারে ক্যাশ ডিভিডেন্ট বা নগদ লভ্যাংশ প্রদানকে উৎসাহিত করার জন্য এখন থেকে কোনো কোম্পানি স্টক ডিভিডেন্ট প্রদান করলে তাকে স্টক ডিভিডেন্টের উপর ১৫ শতাংশ হারে কর প্রদান করতে হবে।

এছাড়াও কোন কোম্পানির কোন আয় বছরে রিটেইনড আর্নিংস, রিজার্ভ ইত্যাদির সমষ্টি যদি পরিশোধিত মূলধনের ৫০ শতাংশের বেশী হয় তাহলে যতটুকু বেশী হবে তার উপর সংশ্লিষ্ট কোম্পানিকে ১৫ শতাংশ হারে কর প্রদান করতে হবে।

অন্যদিকে, পুজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রণোদনা দিতে ডিভেডেন্ড আয়ের করমুক্ত সীমা ২৫ হাজার থেকে বৃদ্ধি করে ৫০ হাজার করা হয়েছে।

এমনকি বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য এ বছর নিবাসী ও অনিবাসী সকল কোম্পানির ক্ষেত্রে একধিকবার করারোপণ রোধ করার বিধান রাখা হয়েছে।

Exit mobile version