Site icon Jamuna Television

এক লক্ষ প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি

প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের সুরক্ষায় এবার আলাদা দৃষ্টি দেওয়া হয়েছে আসন্ন বাজেটে। প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির সংখ্যা ৯০ হাজার থেকে ১ লক্ষ্য জনে বৃদ্ধি করা হয়েছে।

উপবৃত্তির হার বাড়িয়ে প্রাথমিক স্তরে ৭শ টাকা থেকে ৭শ ৫০ টাকা, মাধ্যমিক স্তরে ৭শ ৫০ টাকা থেকে ৮শ টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরে ৮শ ৫০ টাকা থেকে ৯শ টাকা করা হয়েছে।

এবারের বাজেটে সামাজিক কল্যাণ খাতে আলাদা দৃষ্টি দেয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রতিবন্ধীদের সুরক্ষার জন্য আমাদের সরকার অনেক কাজ করছে। তারই লক্ষ্য হিসেবে এবার ছাত্র- ছাত্রীদের উপবৃত্তির সংখ্যা বাড়ানো হয়েছে। আমরা এর ধারাবাহিকতা বজায় রাখতে চাই।

Exit mobile version