Site icon Jamuna Television

নিখোঁজ খলিলুর রহমানের সন্ধান দিন

মো: খলিলুর রহমান, বয়স: ২৫ উচ্চতা: ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং কালো, পিতা: মো: রফিকুল ইসলাম, মাতা: খোতেজা বেগম, ঠিকানা: (নবীনগর, ছেংছেংগাপানি) উপজেলা: পাটগ্রাম, বাউরা ইউনিয়নের ৬নং ওর্য়াডের বাসিন্দা।

গত সোমবার (৩ জুন ২০১৯) নিজ বাড়ি থেকে আনুমানিক সকাল ৭ টার দিকে হাঁটতে বের হয়ে নিখোঁজ হন। এরপর বেলা গড়িয়ে সন্ধ্যা হলেও তার সন্ধান মিলেনি। হারিয়ে যাওয়ার সময় নিখোঁজ খলিলুর রহমানের গায়ে টি-শার্ট ও পরনে লুঙ্গী ও পায়ে স্যান্ডেল ছিল।

এদিকে খলিলুর রহমান নিখোঁজ হওয়ার ঘটনায় তার বাবা মো: রফিকুল ইসলাম বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

পরিবারসূত্রে জানা যায়, সকাল ৭ টার দিকে খলিলুর রহমান বাড়ি থেকে রাস্তায় হাঁটতে বের হন। কিন্তুু সকাল পেরিয়ে দুপুর, সন্ধ্যা হলেও সে আর বাড়ি ফিরে আসেনি। এরপর রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর তার কোন সন্ধান না পেয়ে পাটগ্রাম থানায় সাধারণ ডায়েরি করে পরিবার।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ খলিলুর রহমান বিবাহিত ও এক সন্তানের বাবা। তিনি মানসিকভাবে কোন ধরনের অসুস্থ্য নন। কোন স্বহৃদয়বান ব্যক্তি সন্ধান পেলে নিমোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে নিখোঁজ খলিলুর রহমানের পরিবার।

মোবাইল: ০১৭১৪৯৩০০৮৬
অথবা
০১৭৬৭১৮২৮৫৭

Exit mobile version