Site icon Jamuna Television

রাজধানীতে উবার চালককে গলা কেটে হত্যা

রাজধানীর উত্তরা হতে আরমান নামে এক উবার চালকের লাশ গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) রাতে রাজধানীর উত্তরা এলাকায় এ ঘটনা ঘটে।

উত্তরার ১৪ নং সেক্টরের ১৬ নম্বর রোডে প্রাইভেট কারের ভেতর থেকে গলাকাটা অবস্থায় ওই চালকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত উবার চালকের নাম আরমান। আরমান ঢাকায় মিরপুর ১১ নম্বর এলাকায় বাস করতেন। তার গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদীতে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি ছিনতাইয়ে ব্যর্থ হয়েই চালককে হত্যা করা হয়েছে। নিহত আরমান গত ৬ মাস ধরে উবারে এই গাড়িটি চালাতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে গাড়ি ছিনতাইয়ের চেষ্টা থেকে কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে তারা সন্দেহ করছেন।

Exit mobile version