Site icon Jamuna Television

নরসিংদীতে তরুণীর শরীরে আগুন দেয়ার ঘটনায় আটক ১

নরসিংদীতে তরুণীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়ার ঘটনায় সজীব রায় নামে এক জনকে আটক করেছে পুলিশ। গতরাতে রায়পুরা থেকে তাকে আটক করা হয়।

সজীব দগ্ধ ফুলন রানী বর্মণের চাচাতো ভাইয়ের শ্যালক।

স্বজনরা জনায়, গতরাতে পৌর এলাকার বীরপুর মহল্লায় বাড়ির পাশের একটি দোকান থেকে মোবাইল রিচার্জ শেষে বাসায় ফিরছিল ফুলন। হঠাৎ অজ্ঞাতনামা দু’জন দুর্বৃত্ত তার হাত মুখ চেপে ধরে। শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ফুলনের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায় নরসিংদী সদর হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেলে।

দগ্ধ ফুলন রানী বর্মণের শরীরের ১২ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। দগ্ধ ফুলন বর্মণ গত বছর নরসিংদীর উদয়ন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।

Exit mobile version