Site icon Jamuna Television

উদ্বোধনী ম্যাচে বলিভিয়ার মুখোমুখি স্বাগতিক ব্রাজিল

ঘরের মাঠে আসরের ৯ম শিরোপার মিশন নিয়ে শনিবার বলিভিয়ার মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল। এই ম্যাচ দিয়েই পর্দা উঠবে কোপার ৪৬তম আসরের।

ইনজুরির কারণে নেইমারকে ছাড়াই এবারের আসরে এগুতে চান কোচ তিতে। আর ব্রাজিলের মাঠে প্রথম ম্যাচেই চমক দিতে চায় বলিভিয়া। সাও পাওলোতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

ইনজুরির কারণে নেই নেইমার। কিন্তু তারপর দল কৌটিনহো, ক্যাসেমিরো, উইলিয়ানদের উপর আস্থা রেখেই নিজেদের ৯ম শিরোপার দিকে এগিয়ে যেতে চায় সেলেসাওরা।

এই আসরের প্রস্তুতি হিসেবে খেলা দুই ম্যাচে নিজেদের সামর্থ্যের প্রমান ভালোই রেখেছে তিতে শিষ্যরা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর এখন পর্যন্ত হারের মুখ দেখেনি দানি আলভেসের দল।

তবে সাম্প্রতিক সময়ে নেইমার ইস্যু আর তার ইনজুরিতে কিছুটা হলেও ধাক্কা লেগেছে সেলেসাওদের। কোচ অবশ্য এবারের আসরের অন্যতম সেরা দল হিসেবেই দেখছেন নিজের দলকে। আর নিজ শহরে জয় দিয়েই আসর শুরু করতে চান ক্যাসেমিরো।

Exit mobile version