Site icon Jamuna Television

‘অপরাধী প্রত্যর্পণ বিল’ বাতিলে টানা বিক্ষোভের পর থমথমে হংকং

‘অপরাধী প্রত্যর্পণ বিল’ বাতিলের দাবিতে টানা ৫ দিন বিক্ষোভের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে হংকংয়ে। শুক্রবার এক বিবৃতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করেছেন চীনা স্বায়ত্ত্বশাসিত অঞ্চলটির পুলিশ কমিশনার।

রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে বলে জানা গেছে। আইন পরিষদ এলাকায় স্বাভাবিক পরিস্থিতি দেখা গেছে শুক্রবার (১৪ জুন)। নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে ওই এলাকায়।

তীব্র গণআন্দোলনের পরও বিতর্কিত বিলটি অনুমোদনের বিষয়ে প্রশাসনের অনড় অবস্থানে হতাশার কথা জানায় প্রতিবাদকারীরা। বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে কয়েকজন আন্দোলনকারী জড়ো হলেও নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে প্রশাসন।

দাঙ্গা এড়াতে সর্বাত্মক ভূমিকা রেখেছে নিরাপত্তা বাহিনী। গতকাল (১৩ জুন) অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আন্দোলনের সময় বিশৃংখলা ও সহিংসতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বৃহস্পতিবারের সহিংসতায় ২২ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

Exit mobile version