Site icon Jamuna Television

পান্থপথের অভিযান এক জঙ্গি নিহত

রাজধানীর পান্থপথে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হোটেল ওলিও ইন্টারন্যাশনালে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। পুলিশের দাবি নিহত হয়েছেন হোটেলের ভিতরে থাকা এক জঙ্গি। এঘটনায় আহত একজনকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকাল পৌনে ১০টার দিকে হোটেলে অভিযান শুরু করে সোয়াটসহ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় সেখান থেকে বিকট বিস্ফোরণের পাশাপাশি গুলাগুলির শব্দ শোনা যায়। বিস্ফোরনে হোটেল ওলিওর চার তলার রাস্তার দিকের অংশ ধসে পড়েছে। ভোরে হোটেলটি ও ঘিরে ফেলার পর থেকেই রাসেল স্কয়ার থেকে পান্থপথ- গ্রিনরোড পর্যন্ত রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। আশপাশের প্রতিটি গলিতে অবস্থান নেন সোয়াট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।

/আরএএম

Exit mobile version