Site icon Jamuna Television

তেলবাহী ট্যাংকারে হামলার জন্য ইরানকে দায়ী করে মার্কিন নেভির ফুটেজ প্রকাশ

হরমুজ প্রণালীতে ওমানের তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় এবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে অভিযুক্ত করে বিবৃতি দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

শুক্রবার তারা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে বলে হরমুজ প্রণালীর নিকট ইরান অবিস্ফোরিত মাইন সরিয়ে নিচ্ছে আর এরকমই একটি মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকার ধ্বংস হয়। এসময় তারা দাবি করে ইরান এসব প্রমাণ নষ্টের চেষ্টাও করছে।

অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের এমন দাবিকে অস্বীকার করে বলছে, তারা ইরানের উত্থানে ভীত হয়ে এসব প্রোপাগান্ডা চালাচ্ছে।

বৃহস্পিতবার বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হওয়া ওমানের ট্যাংকারটিকে পরবর্তীতে মার্কিন নৌবাহিনীর সহায়তায় কূলে নেয়া হয়। বিস্ফোরণে পেট্রোলিয়াম ভর্তি ট্যাংকারটির সামনের দিকে আগুন ধরে যায় এবং সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।

ককোয় কারেজ নামক জাহাজটির মুখপাত্র বলেন, আমরা বিস্ফোরনে আগে একটি উড়ন্ত বস্তুকে আমাদের জাহাজের দিকে আসেত দেখি।

Exit mobile version