Site icon Jamuna Television

পাবনায় ট্রেনে উঠতে গিয়ে গৃহবধূ নিহত

পাবনা প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে উঠতে গিয়ে রীনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে বড়াল ব্রিজ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূ পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার চিথুলিয়া গ্রামের মাসুদ রানার স্ত্রী।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গুড়া বড়াল ব্রিজ স্টেশনে এসে পৌঁছায়। ট্রেনের প্রতিটি কামড়ায় ছিল যাত্রীদের ব্যাপক ভিড়। একপর্যায়ে ট্রেন ছেড়ে দিলে মাসুদ রানা ট্রেনে ওঠার পরে তার স্ত্রীর হাত ধরে টেনে তোলার চেষ্টা করেন।

এসময় তার হাত থেকে ছুটে গিয়ে রীনা খাতুন নিচে পড়ে যান। এতে ট্রেনের ধাক্কায় তার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

Exit mobile version