Site icon Jamuna Television

জারদারির বোন ফারিয়াল তালপুরকে দুর্নীতির দায়ে গ্রেফতার

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পর এবার তার বোন ফারিয়াল তালপুরকে গ্রেফতার করেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো-এনএবি।

শুক্রবার (১৪ জুন) পাকিস্তান পিপলস পার্টি-পিপিপির এই নেতাকে গৃহবন্দি থাকার নির্দেশ দেয় এনএবি।

এরপরই পাঁচ সদস্যের একটি দল ফারিয়ালের বাড়িতে অবস্থান নেয়। দুর্নীতির দায়ে আটক দেখানো হয়েছে তাকে।

গত সোমবার (১০ জুন) একই অভিযোগে গ্রেফতার করা হয় আসিফ আলি জারদারিকে। ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি কোটি রুপি পাচারের মামলা চলছে তার বিরুদ্ধে।

এর আগে এই মামলায় আসিফ ও তার বোনের জামিন আবেদন নাকচ করে আদালত। ফারিয়াল ও জারদারির গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ পিপিপি’র।

Exit mobile version