Site icon Jamuna Television

তেল ট্যাংকারে হামলার ঘটনায় ইরানকেই দায়ী করলেন ট্রাম্প

ওমান উপসাগরে দু’টি তেল ট্যাংকারে হামলার ঘটনায় আবারও ইরানকে দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলায় সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করে দেয়া ইরানের বিবৃতিকে নাকচ করে দিলেন তিনি।

একদিন আগে ওয়াশিংটনের প্রকাশিত একটি ভিডিও ফুটেজ দেখিয়ে ট্রাম্পের দাবি, ইরানের দায়ী থাকার সব প্রমাণ আছে মার্কিন গোয়েন্দাদের হাতে।

অন্যদিকে ট্যাংকারে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৩ জুন) ওমান উপসাগরে জাপান ও নরওয়ের দুটি তেলের ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় শুরু থেকেই সরাসরি ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র। গত ১২ মে সংযুক্ত আরব আমিরাতের চারটি তেলের ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায়ও তেহরানের দিকে আঙ্গুল তুলেছিল ওয়াশিংটন।

Exit mobile version