Site icon Jamuna Television

বলিভিয়াকে উড়িয়ে কোপা মিশন শুরু ব্রাজিলের

ফিলিপ কুটিনিয়োর জোড়া গোলে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের কোপার মিশন শুরু করলো ব্রাজিল। সাও পাওলোতে ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য থাকলেও, দ্বিতীয়ার্ধে আর সেলেসাওদের আটকে রাখতে পারেনি বলিভিয়া।

কোপার ৪৬তম আসরের আগে বেশ জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানই ছিলো সাও পাওলোতে। কনমেবোলের এই সর্বোচ্চ আসরে তুলে ধরা হয় এই উপমহাদেশের বিভিন্ন সংস্কৃতি।

তবে ম্যাচে উপস্থিত দর্শকদের সামনে প্রথমার্ধে সেভাবে নিজেদের ফুটবল শৈলী উপস্থাপন করতে পারেনি স্বাগতিক ব্রাজিল। সুযোগ তৈরী করলেও তার পূর্ণ ব্যবহারে বারবারই ব্যর্থ হয়েছে সেলেসাওরা।

বিরতীর পর যেনো অন্যরকম ব্রাজিলকে দেখতে পায় সমর্থকরা। ডি বক্সের ভেতর রিচার্লিসনের বাড়ানো বলে হাত লাগিয়ে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেন জুসিনো। স্পট কিক থেকে ডেডলক ভাঙ্গে ফিলিপ কুটিনিয়ো।

৩ মিনিটের ব্যবধানে আবারো স্কোর শিটে নাম তোলেন কুটিনিয়ো। এবার ফিরমিনোর বাড়ানো বলে খুব সহজেই লিড ২-০ করেন তিনি।

তবে ম্যাচে দেখার মত গোল ছিলো এভারটনের। ফার্নান্দিনহোর কাছ থেকে পাওয়া বলে নিয়ে ডি বক্সের কোনা থেকে তার শটে শুধু গোলরক্ষকই পরাস্ত হননি, বলিভিয়ার ৬ ফুটবলারও তাকিয়ে দেখেছে গোলটি।

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার (১৯ জুন) সকালে ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল।

Exit mobile version