Site icon Jamuna Television

গাজীপুরে ট্রাক-ট্রেন সংঘর্ষ; ট্রেন চালক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষে মারা গেছে একজন। আহত অন্তত ৫০ জন। দুর্ঘটনায় বন্ধ হয়ে যায় রাজধানীর সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ। সকাল আটটার পর চলাচল স্বাভাবিক হয়।

মধ্যরাতে উপজেলার বক্তারপুর রেলক্রসিং-এ এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রেলক্রসিং- এ একটি মাল বোঝাই ট্রাক বিকল হয়ে ছিল। ঢাকা থেকে লালমনিরহাটগামী ‘লালমনি এক্সপ্রেসের সাথে ট্রাকটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যায় ট্রেনের সহকারী লোকো মাস্টার নূর আলম শরীফ। আহত হয়েছেন ট্রেনের প্রায় পঞ্চাশ যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Exit mobile version