Site icon Jamuna Television

সীমান্তে হত্যা বাড়ায় উদ্বেগ বিজিবির

সীমান্তে হত্যা বাড়ায় বিএসএফএর কাছে উদ্বেগ প্রকাশ করেছে বিজিবি মহাপরিচালক । তবে সীমান্ত হত্যাকে অনাকাঙ্খিত বলছেন বিএসএফ মহাপরিচালক।

শনিবার (১৫ জুন) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে বিএসএফ মহাপরিচালক শ্রী রজনীকান্ত মিশ্রা বলেন, সীমান্তে যে সব হত্যাকান্ডের ঘটনা ঘটেছে সে জন্য আমরা দুঃখিত।

তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশকারীরা আক্রমণ করলেই তখন বিএসএফ আত্মরক্ষার্থে গুলি চালায়। এছাড়া ফেলানী হত্যা মামলা বিচারাধীন জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছু বলতে চান না।

এদিকে বিজিবি মহাপরিচালাক সাফিনুল ইসলাম বলেন, জঙ্গি এবং সন্ত্রাসের বিরুদ্ধে ভারত এবং বাংলয়াদেশ এক হয়ে কাজ করবে। সীমান্তে জঙ্গি-সন্ত্রাসী বিষয়ে দুই দেশ জিরো টলারেন্স রয়েছেও বলে জানান তিনি।

Exit mobile version