Site icon Jamuna Television

এসেছে বর্ষা, তীব্র গরমে স্বস্তির প্রথম বৃষ্টি

প্রকৃতি রুষ্ট রূপ দেখালেও বৃষ্টিস্নাত দিন দিয়ে হাজির হয়েছে ঋতুরানি বর্ষা। রাতভর গুমোট গরমের পর আজ শনিবার সকালে রাজধানীর আকাশ জুড়ে নেমেছে বৃষ্টি। তীব্র গরমে ক্ষণিকের বৃষ্টি প্রকৃতিতে এনেছে সবুজের আবহ।

আষাঢ় মাসের প্রথম দিন আজ। বর্ষার প্রথম বৃষ্টিতে তাই কিছুটা স্বস্তি মিলেছে নগরবাসীর। তবে অফিসগামী পথচারীরা কিছুটা বিপাকে পড়েন।

অফিসগামী মানুষ ও পথচারীদের ভিজতে ভিজতে গন্তব্যস্থলে যেতে দেখা যায়। তবে গরমের পর এই বৃষ্টিতে খুশি ছিলেন সবাই।

মেঘ গুড়গুড় শব্দে জানান দেয় বর্ষার আগমন বার্তা। প্রকৃতিতে ফোটে কদম, চম্পা, শাপলা, রঙ্গণসহ আরো অনেক ফুল। অনুভবে ঝাপটা মারে হিমেল বাতাস।

আর তাই নতুন ঋতুর প্রথম সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় বর্ষার নাচ-গান আর কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় বর্ষাবরণ উৎসব। বর্ষার আবাহনে মেতে ওঠে ছোট বড় সব বয়সী মানুষ।

আয়োজকরা বলছেন, শহুরে নাগেরিকদের মাঝে ঋতুর বৈচিত্রতা তুলে ধরতেই এই আয়োজন।

পহেলা আষাঢ় জানান দিতেই কিনা- অনুষ্ঠানের শুরুতে ঝিরিঝিরি বৃষ্টির আগমন। তাতে আয়োজনে খুব একটা প্রভাব পড়েনি, বরং বর্ষাআবাহনে যোগ করে বাড়তি মাত্রা।

শুষ্কপ্রায় প্রকৃতিকে মুক্তি দিতে প্রতিবছর ঘুরে আসে বর্ষা ঋতু। প্রকৃতির সবুজ রূপ ফুটিয়ে তোলার প্রত্যয়ে এই আয়োজনে শিশুদের মাঝে গাছের চারা তুলে দেয়া হয়।

Exit mobile version