Site icon Jamuna Television

আর্জেন্টিনার একাদশ ঘোষণা করলেন কোচ স্কালোনি

টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই মাঠে নামছে আসরের ২য় সর্বোচ্চ ১৪ শিরোপা জয়ী আর্জেন্টিনা। মেসির নেতৃত্বে জয় দিয়েই এবার শুরু করতে চায় আলবিসেলেস্তারা। তবে কার্লোস কুইরোজের নেতৃত্বে কলম্বিয়াকেও ধরা হচ্ছে এবারের আসরের অন্যতম সেরা দল।

রোববার (১৬ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।

গতকাল বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল সহজ জয় পেলেও শক্তিশালী কলাম্বিয়াকে কতটা আটকে রাখতে পারবে লিওনেল মেসিরা সে বিষয়ে বেশ কৌতূহলী ফুটবলপ্রেমীরা।

ম্যাচটি নিয়ে যখন জল্পনা-কল্পনার ঝড় বইছে ততক্ষণে ফাঁস হয়ে গেল কলাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশ।

ম্যাচ শুরুর প্রায় ২৪ ঘন্টা আগে সংবাদ সম্মেলনে দলের একাদশ ঘোষণা করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
কলাম্বিয়ার বিপক্ষে ৪-৪-২ ফরমেশনে খেলবে আর্জেন্টিনা বলে নিশ্চিত করেছেন তিনি।

মিডফিল্ড থেকে মেসি ও আগুয়েরোকে বল সরবরাহ করবেন অ্যানহেল ডি মারিয়া, জিওভানি লো সেলসো, গুইদো রদ্রিগেজ। ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় লিও পারেদেসকে দেখা যাবে।

আর্জেন্টাইন শিবিরে রক্ষণভাগে থাকছেন – নিকোলাস টাগলিয়াফিকো, নিকোলাস ওটামেন্ডি, জার্মান পেজ্জেলা ও রেঞ্জো সারাভিয়া।

আর গোলরক্ষক হিসাবে যথারীতি দেখা যাবে ফ্রাঙ্কো আরমানিকে।

দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হতে পারে পাওলো দিবালা, রদ্রিগো ডি পল ও লাউতারো মার্টিনেজদের।

মেসি, আগুয়েরো, ডি মারিয়াদের নিয়ে সাজানো আক্রমনভাগ নিয়ে কোচ সন্তুষ্ট। এখন মাঠের খেলায় নিজেদের মেলে ধরলে উরুগুয়ের সমান রেকর্ড ১৫ শিরোপা জয়ে ভাগ বসাতে চায় আলবিসেলেস্তারা।

Exit mobile version